ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নবীনদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১১ মার্চ ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি প্রেসক্লাব। বুধবার (১১ মার্চ) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লুৎফর রহমান, আইবিএ’র অধ্যাপক ও রাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক রেজাউল করিম বকসী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাজ্জাদ বকুল, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান গোলাম রাব্বানী প্রমুখ।

ru

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সাংবাদিক হতে হলে সততা, স্বচ্ছতা, সময়ানুবর্তিতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকতা করতে হবে। হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকে সত্য ও ন্যায়ের কথা লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রাবি প্রেসক্লাবের দফতর সম্পাদক সম্পা সরকার। এ সময় রাবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। নবীন শিক্ষার্থীদের ফুল, স্মরণিকা ও নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেয়া হয়।

সালমান শাকিল/আরএআর/জেআইএম