ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দিয়ে জাবির নবীনদের বরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ মার্চ ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে (৪৯ ব্যাচ) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দিয়ে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ব্যতিক্রমী এ নবীন বরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে মঙ্গলবার সকালে বিভাগটির ৪১৭ নং কক্ষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে ছিল কবিতা, গান ও নবীনদের উদ্দেশ্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্য। এরপর কেক কেটে অনুষ্ঠানের শেষ হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিভাগটির সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, সালমা আহমেদ, সুমাইয়া শিফাত, হাসান মাহমুদ ফয়সাল, মীর ফজলে রাব্বি, প্রভাষক মৃধা মো. শিবলী নোমান ও সাঈদ আল জামান।

বিভাগটির সভাপতি শেখ আদনান ফাহাদ বলেন, ৪৯তম ব্যাচ এমন একটা সময়ে আসলো যখন পুরো জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। উপহার হিসেবে বই শ্রেষ্ঠ। মুজিববর্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নবীনদের হাতে তুলে দিতে পারলে জাতির পিতার আদর্শ সম্পর্কে জানতে পারবে তারা।

ফারুক হোসেন/এএম/পিআর