ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

৪৮ ঘণ্টায়ও গ্রেফতার হয়নি জবি শিক্ষার্থীর লাঞ্ছনাকারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যায় | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৮ মার্চ ২০২০

মামলার হওয়ার পরে পার হলো ৪৮ ঘণ্টা, ধরা পড়েননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীকে রাস্তায় লাঞ্ছনাকারী বখাটেরা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীর দ্বারা রাস্তায় শারীরিক লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় ওইদিনই দুপুরেই মামলা করা হয়েছিল সূত্রাপুর থানায়।

ঘটনার বিষয়ে আজ দুপুরে সূত্রাপুর থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায় জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা বিষয়টি তদন্তের স্বার্থে গোপন রাখতে চাচ্ছি। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বা অন্য কোনো পক্ষের বাধার মুখে পড়েছেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না এ ধরনের কিছুই ঘটেনি।

লাঞ্ছনার শিকার ওই শিক্ষার্থী বলেন, পুলিশ তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। তারা ইতোমধ্যে দু-তিনজনকে ধরে নিয়ে এসেছিল যারা দেখতে অনেকটা ওই রকমই। ওই রকম বাইকওয়ালা আর একজনকে নিয়ে এসেছিল এবং আমাকে নিশ্চিত করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত করেছি তারা একজনও নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা সর্বদা খোঁজ-খবর রাখছি। উল্লেখযোগ্য কিছু হলে জানাব।

এনএফ/এমএস