সুষ্ঠুভাবে ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফজলুর রহমান।
শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এ বছর কোনো ধরনের অনিয়ম ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ আমরা পাইনি।
এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সকল শিক্ষার্থীদের তল্লাশি পর পরীক্ষার হলে প্রবেশ করেতে দেখা যায়। এসময় তাদের সঙ্গে থাকা হাত ঘড়ি, মোবাইলসহ সকল প্রকার ইলেকট্রনিকস ডিভাইস পরীক্ষা হলের বাইরে রেখে যেতেও দেখা গেছে।
এর অাগে শুক্রবার সকাল ১০টায় ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি শুরু হয়। ক্যাম্পাসের বাইরের তিনটি কেন্দ্র বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএইচ/এসকেডি/পিআর