ইউল্যাবে বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ধানমন্ডি ক্যাম্পাসে শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আলোকচিত্র বিষয়ে উৎসাহিত করতে প্রতিবছর একটি নির্দিষ্ট বিষয়ের ওপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর প্রতিযোগিতার বিষয় ছিল ‘পোর্র্ট্রেট’। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত ছবির মধ্যে থেকে বিচারকরা ১২টি শ্রেষ্ঠ ছবি বাছাই করেন। পুরস্কারপ্রাপ্ত ১২টি ছবি ২০১৬-এর ইউল্যাবের ক্যালেন্ডারে স্থান পাবে।
প্রর্দশনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। পরবর্তীতে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ও প্রতিযোগিতার অন্যতম বিচারক ড. জুড উইলিয়াম হেনিলো।
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী এম আর রানা তার ‘কালার মি বিউটি’ শীর্ষক আলোকচিত্রের জন্য প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ‘স্পোর্টিং ফান’ শীর্ষক আলোকচিত্রের জন্য দ্বিতীয় স্থান লাভ করেন স্কুল অব বিজনেসের শিক্ষার্থী মাহমুদুল হাসান। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অপর শিক্ষার্থী মো. রায়হানুর রহমান তার ‘কালার অব হ্যাপিনেস’ ছবির জন্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
জেডএইচ/আরআইপি