ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবির নানা কর্মসূচি

প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৮ অক্টোবর ২০১৫

‘মানসিক স্বাস্থ্যে মর্যাদা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে- এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও Innovation for Wellbeing Foundation (IWF)-এর যৌথ  উদ্যোগে আগামী শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদা’ বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই কর্মশালার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করবে।

এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান অনুষদের  ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম আনিসুর রহমান, বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামছুননাহার।

এছাড়া, টিএসসি গেমস কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন ও সাইকোথেরাপি সেবার ব্যবস্থা থাকবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫” একটি স্টলের আয়োজন করা হয়েছে।

এমএইচ/এসকেডি/আরআইপি