ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের দুইটি ইউনিটে ভর্তির আবেদন ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ। মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক অনীক ধর ও সাধারণ সম্পাদক অপু কুমার দাস এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, শাবিপ্রবিতে প্রতি বছর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি উচ্চ শিক্ষার ধারাবাহিক বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বহিঃপ্রকাশ। মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদী কৌশলপত্রবাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে চচচ-ঐঊছঊচ এর পাশাপাশি বছর বছর ফি বৃদ্ধি করা হচ্ছে। ভর্তি পরীক্ষায় উচ্চ প্রযুক্তির ব্যবহার হওয়ার কারণে আনুষঙ্গিক ব্যয় কমে আসার পরও প্রতি বছর ফরমের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।
তারা আরো বলেন, শিক্ষার অধিকার এভাবে ক্রমাগত সংকুচিত করার নীতি গ্রহণ করা হচ্ছে। উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর এভাবে প্রতি বছর বাড়তি টাকার দায় চাপিয়ে দেয়ার মাধ্যমে উচ্চ শিক্ষার চরিত্র ধ্বংস হচ্ছে। উচ্চ শিক্ষাকে এভাবে ক্রমাগত সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে আসার অপচেষ্টা হচ্ছে।
অবিলম্বে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি এবং উচ্চ শিক্ষার ক্রমাগত বেসরকারিকরণের বিরুদ্ধে ছাত্র সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এ বছর প্রত্যেক ইউনিটে গতবারের চেয়ে ভর্তি ফরমের মূল্য ৫০টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ‘এ’ ইউনিটে ফরমের মূল্য ৭৫০ টাকা , ‘বি’ ইউনিটের সাব গ্রুপ ‘বি১’ এর ফরমের মূল্য ৭৫০ টাকা,‘বি২’ এর ফরমের মূল্য ৮০০টাকা,‘বি৩’ এর ফরমের মূল্য ৮৫০টাকা এবং ‘বি৩’এর ফরমের মূল্য ৯০০ টাকা করা হয়েছে।
এসএস/আরআইপি