ঢাবি শিক্ষক জোবাইদা নাসরীনকে ছাত্রলীগ নেত্রীদের মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগ নেত্রীদের সংঘর্ষ থামাতে গিয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন হামলার শিকার হয়েছেন।
গত রোববার (৫ জানুয়ারি) রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়ে জোবাইদা নাসরীন বলেন, ‘আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক। গত রোববার হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হলে আমি তা থামাতে যাই। থামাতে গিয়ে ছাত্রলীগ নেত্রীদের হামলার শিকার হই।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেত্রীরা আমার চুল ধরে টানাটানি করে। আমার শরীরে আঘাত করে। আমি বিষয়টি হল প্রশাসনকে জানিয়েছি। হল প্রশাসন বলছে ব্যবস্থা নেবে। এছাড়া এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকেও অবহিত করেছি।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন জাগো নিউজকে বলেন, ‘জোবাইদা আমার হলের একজন সাহসী হাউজ টিউটর (আবাসিক শিক্ষক)। হলের যেকোনো সমস্যা তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেন। তার ওপর হামলার ঘটনা অবশ্যই ন্যক্কারজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণকে কেন্দ্র করে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিন নেত্রী আহত হন।
আল সাদী/এমএসএইচ/এমকেএইচ