ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

খুবিতে দুপুরে অবরুদ্ধ ভিসি সন্ধ্যায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০১:৫২ এএম, ০৩ জানুয়ারি ২০২০

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নিজ অফিসে অবরুদ্ধ উপাচার্য সন্ধ্যার দিকে মুক্ত হয়েছেন। কয়েক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেয়। এর ফলে উপাচার্য, রেজিস্ট্রারসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে একটি গেটের তালা খুললেও উপাচার্যের বের হওয়ার পথ তখনও বন্ধ ছিল। এ অবস্থায় বিভিন্ন বিভাগের ডিনসহ দুই শতাধিক শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের উপাচার্য অফিসের কলাপসিবল গেটের তালা খুলে দেয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৭টায় সকল ডিন ও দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে তারা তালা খুলে দেয়।

উপাচার্য অফিস থেকে বের হয়ে বাসভবন অভিমুখে রওনা হলে সকল শিক্ষক তার সঙ্গে যান। বাসভবনের সামনে পৌঁছে উপাচার্য এই সহমর্মিতার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং বলেন, এটা প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের কমিটমেন্ট এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি সংক্ষিপ্তভাবে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে সবাই মিলে আমরা যে অবস্থান ও সুনামের জায়গায় নিয়ে এসেছি তা যেন অক্ষুণ্ন থাকে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ে আমার কোনো প্রতিপক্ষ নেই। সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কোনো সমস্যা হোক বা থাকুক এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমাদের সকল প্রচেষ্টা তাদের ঘিরেই, বিশ্ববিদ্যালয়ের প্রাণ তারাই। অভিভাবক হিসেবে আমরা পর্যায়ক্রমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি।

তিনি আশা করেন আন্দোলনরত শিক্ষার্থীদের বোধোদয় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ধারা ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ রক্ষায় অবদান রাখবে।

আলমগীর হান্নান/বিএ