ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে ইবির প্রধান ফটকে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে বিদ্রোহী গ্রুপের কর্মীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই কর্মসূচি পালন করে তারা।

এতে করে দুপুর ২টার শিফটের নির্ধারিত বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ফলে চরম ভোগোন্তিতে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, ছাত্রলীগের বর্তমান কমিটি আর্থিক লেনদেনের বিনিময়ে করা হয়েছে অভিযোগ তুলে এই কমিটি বিলুপ্তির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিদ্রোহী গ্রুপের কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পদদেশে সমাবেশে মিলিত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী ২টার নির্ধারিত বাস ছেড়ে যেতে পারেনি। ফলে ভোগান্তিতে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রায় আধাঘণ্টা পর তালা খুলে দেয়া হয়।

IU-(2)

সমাবেশে বিদ্রোহী গ্রুপের নেতা তৌকির মাহফুজ মাসুদ বলেন, ‘পলাশ-রাকিব অনৈতিকভাবে টাকা দিয়ে কমিটিতে এসেছে। আমরা এ কমিটি মানি না। কেন্দ্রীয় কমিটির কাছে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘ছাত্রলীগ যা দাবি করেছে তা বিশ্ববিদ্যালয়ে সমাধানের বিষয় নয়। এ দাবিতে গেট আটকানো আমার কাছে যৈাক্তিক মানে হয়নি।’

IU-(2)

প্রসঙ্গত, শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ৪০ লাখ টাকায় নেতা হবার অডিও ফাঁস হওয়ায় সভাপতি-সম্পাদক দুজনকেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এ ঘোষণার পর কয়েকবার সভাপতি-সাধারণ সম্পাদককে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে তারা। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বর্তমানে কারাগারে রয়েছেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর/এমকেএইচ