ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভর্তি পরীক্ষা না দিয়েও মেধা তালিকায় ১২তম, তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | কুমিল্লা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর মেধা তালিকায় নাম আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানকে আহ্বায়ক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বজল চন্দ্র মজুমদারকে সদস্য ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হককে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালেয়র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, যেহেতু গণমাধ্যমে এ ধরণের খবর এসেছে তাই ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে ২০৬০৫০ রোলধারী সাজ্জাতুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে উপস্থিতির তালিকায় অনুপস্থিত দেখা যায়। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের (মানবিক) মেধা তালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।

আরএআর/এমএস