ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

৩০ নভেম্বর থেকে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবার আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং দিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

আগামী ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রিপেইড টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি` www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তির জন্য আটটি অনুষদের অধীনে  নিম্নে বর্ণিত কোর্সের মধ্যে বি.এসসি এজি (অনার্স) এবং অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রিবিজনেস (অনার্স) কোর্সে ৩৭৫ জন, বি.এসসি. ফিসারিজ (অনার্স) কোর্সে  ১০০ জন, বি.এসসি.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে ২১০ জন, বি.এসসি. ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার (বি,আর্ক) কোর্সে  ২৫৫ জন, বি.বি.এ. কোর্সে ২৪০ জন, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডি.ভি.এম) কোসে ১২০ জন, বি.এসসি. (অনার্স) রসায়ন,পদার্থ বিজ্ঞান, গণিত এবং পরিসংখ্যান কোর্সে ৩১০ জন, বি.এ. (অনার্স) ইংরেজি, বি.এস.এস.(অনার্স) অর্থনীতি, এবং সমাজ বিজ্ঞান কোর্সে ৩৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর