রাবির ভর্তি পরীক্ষার এফ ও জি ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত `এফ` ইউনিট ও কৃষি অনুষদভুক্ত `জি` ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার এই দুই অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আবদুল লতিফ জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিত্তিতে বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম ২ হাজার ১১ জন এবং অ-বিজ্ঞান গ্রুপ থেকে ৫৯৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম ১ হাজার ও অ-বিজ্ঞান গ্রুপ থেকে ৩০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সাক্ষাতকারের পর ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনে অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে দ্বিতীয়বার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১ নভেম্বর সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞান গ্রুপের মেধা তালিকার প্রথম ১ থেকে ৪০০, ২ নভেম্বর সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ৪০১ থেকে ৮০০, ৩ নভেম্বর সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ৮০১ থেকে ১ হাজার পর্যন্ত ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে। আর ৬ নভেম্বর অ-বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম ৩০০ জনের সাক্ষাতকার গ্রহণ করা হবে।
সাক্ষাতকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্র সঙ্গে আনতে হবে।