জাবিতে চলছে সর্বাত্মক ধর্মঘট, প্রশাসনিক ভবন অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও নতুন প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে প্রবেশের ফটক আটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবরোধ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সাধারণ সম্পাদক সুদিপ্ত দে।
সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবন দুটির ফটকে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ তৈরি করে অবস্থান করছেন আন্দোলনকারীরা। প্রশাসনিক বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
এছাড়া সর্বাত্মক ধর্মঘটের কারণে একাডেমিক ভবনেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে স্থবিরতা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমেও। তবে অবরোধ উপেক্ষা করে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষক সমিতি। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শিক্ষক সমিতির সভাকক্ষে আন্দোলনকারীদের পক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইনের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষক সমিতির সঙ্গে আলোচনায় অংশ নেন।
আরএআর/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ‘গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা পালন করেছে’
- ২ মেয়েদের হলে ওঠে গোপনে ভিডিও করার সময় যুবক আটক
- ৩ ‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে সমাবেশ
- ৪ প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশসেরা শাবিপ্রবির ‘সাস্ট ফ্যানাটিক্স’
- ৫ গরিব ও মেধাবীদের আর্থিক সহায়তা দেবে শাবিপ্রবির শাহপরাণ হল