ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আন্দোলনের মুখে স্থবির জাবির প্রশাসনিক কার্যক্রম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাবি | প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৯

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার সকাল ৮টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনে প্রবেশের প্রতিটি ফটক আটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম। এই অবরোধ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘অধ্যাপক ফারজানা ইসলাম উপাচার্য হিসেবে আর কোনো কাজে অংশ নিতে পারবেন না। তার দুর্নীতি ঢাকার অপকৌশল হিসেবে প্রশাসন শিবির আটকের নাটক মঞ্চায়িত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পথ বেছে নিয়েছে তা হলো শাক দিয়ে মাছ ঢাকার মতো। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বলেন, ‘আন্দোলনকারীদের শিবির ট্যাগ দিয়ে প্রশাসন আবারও বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। তারা এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করার পায়তারা করছে। আমরা দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

ফারুক হোসেন/এমবিআর/পিআর