ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শনিবার থেকে রাবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৮ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে ৪র্থ বারের মতো এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামী ২৮ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই মেলার উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হোসাইন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

দুই দিনব্যাপী এই মেলায় বিজ্ঞান বিষয়ক সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াড ছাড়াও আরও থাকবে প্রজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, এমটি প্রেজেন্টেশন, পপুলার সায়েন্ট টক, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব, ফটোগ্রাফি কনটেক্স, সিক্সডি মুভি। অনুষ্ঠানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।

সালমান শাকিল/এমবিআর/এমকেএইচ