ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন পরীক্ষা কেদ্র পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলন।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬,০০১ জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, অনেক শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী সামনের পরীক্ষাগুলোও এমন শান্তিপূর্ণ ও কোনো ধরনের ঝামেলা ছাড়ায় হোক। আজকের পরীক্ষার পরিবেশ গতকালকের চেয়ে ভালো ছিল। গতকাল বৃষ্টিতে সবার কষ্ট হয়েছিল, আজ বৃষ্টি না থাকায় শিক্ষার্থী-অভিভাবকরা অনেক শান্তিতে সময় পার করতে পেরেছে।

জেডএ/এমএস