জবি আইটি সোসাইটির সভাপতি আসিফ, সম্পাদক ইমরান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির ২০১৯-২০ বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ রোজেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান নাজির।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কনফারেন্স কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির ২য় কার্যনির্বাহী পরিষদ। বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের এই কমিটি গঠিত হয়।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মেন্টর এবং নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক প্রফেসর ড. উজ্জ্বল কুমার আচার্য্য। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আইটি সোসাইটির সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম শাওন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সবুজ রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাছান নোমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক ইকরাম আব্দুলাহ।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি রাহিলা জান্নাত মীম, এমরান হোসেন পাভেল, সহ-সাধারণ সম্পাদক ফিহা আফসারি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ কবির অর্পন, অর্থ সম্পাদক শামীম আহমেদ, দফতর সম্পাদক নিলয় দেব, আইটি বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমেদ, প্রকাশনা সম্পাদক মুনাচ্ছিরা হেদায়েত মম, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুলাহ আল রাহাত, কর্মশালা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল, গবেষণা সম্পাদক মো. ইমন মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদিন, কার্যনির্বাহী সদস্য জাহিদ আহমেদ শরিফ, ঋতু দাস ও রাশেদ হোসেন রনি।
এমএসএইচ/পিআর