ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অধ্যাপক জেরিনা জামানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জেরিনা জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে উপাচার্য বলেন, অধ্যাপক জেরিনা জামান ছিলেন একজন মেধাবী শিক্ষক। তার মৃত্যুতে ঢাবি একজন কৃতি শিক্ষককে শুধু নয়, একজন মানবিক দৃষ্টি-ভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্বকেও হারিয়েছে। প্রাণিবিদ্যা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বিশেষ করে প্রাণিসম্পদ সুরক্ষার বিষয়ে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা  এবং তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।  

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০০৪ সালে অবসর নেন অধ্যাপক জেরিনা জামান।পরে তার দুই সন্তানকে নিয়েযুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানেই তিনি মারা যান।  

এমএইচ/এএইচ/পিআর