গেস্টরুমে আটকে রেখে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ শেখানো যাবে না
গেস্টরুমে আটকে রেখে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ শেখানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথমবর্ষ থেকে হলে বৈধ সিট এবং গণরুম-গেস্টরুম বন্ধের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার কেন্দ্র কিন্তু এখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ক্ষমতাসীন দলের দাসত্ব করার জায়গা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেখানে রাতে পড়াশনা করত সেখানে শিক্ষার্থীদের এখন গেস্টরুমে নির্যাতন সইতে হচ্ছে।’
বায়োকেমেস্টি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রুমানা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন গণরুম-গেস্টরুম বন্ধ করতে হলে শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গণরুম-গেস্টরুম বন্ধ হবে না। কারণ গণরুম-গেস্টরুম বন্ধ হয়ে গেলে ছাত্রলীগ গণভবনে এত ছাত্রদের নিয়ে যেতে পারবে না।’
ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ এমেলি জামাল বলেন, ‘ছেলেদের হলের মতো মেয়েদের হলেও গণরুম-গেস্টরুম হয়। মেয়েরাও আজ নৃশংসভাবে গেস্টরুম নির্যাতনের শিকার। অবিলম্বে এ কুপ্রথা বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী বলেন, ‘গেস্টরুমে আমাদের বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। গেস্টরুমের মাধ্যমে মোটেও বঙ্গবন্ধুর আদর্শ শেখানো যাবে না। এখানে শিক্ষার্থীদের ক্ষুদ্র মানসিকতা করে গড়ে তোলা হয়।’
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন।
এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংস্কৃতিক আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ
- ২ লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস
- ৩ রোববার ঢাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
- ৫ পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের