ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে। মেডিকেল অ্যাডমিশন টেষ্ট ২০১৫ নামে একটি গ্রুপ থেকে এ দাবি করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র সংগ্রহ করতে কোনো কোনো গ্রুপ থেকে অনতিবিলম্বে যোগাযোগের জন্য মোবাইল অথবা ইনবক্সে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।  

মেডিকেল অ্যাডমিশন টেষ্ট ২০১৫ নামের গ্রুপটির কয়েকজন সদস্যের দাবি তারা শুক্রবার অনুষ্ঠিতব্য প্রশ্নপত্র হাতে পেয়েছে। তাদের কাছ থেকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র নিলে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীরা শতভাগ প্রশ্ন কমন পাবেন বলে জানানো হয়েছে। যে কেউ হঠাৎ করে ওই গ্রুপটিতে প্রবেশ করলে নিশ্চিত ধরে নিবেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

গ্রুপটির কেউ কেউ নমুনা হিসেবে কলমের কালিতে লেখা কয়েকটি প্রশ্ন লিখে দিয়েছেন। তবে কেউ কেউ আবার এটি নিছক প্রতারণা বলে ফাঁদে পা না দিতে সাবধান করেছেন। কেউ কেউ আবার রেগে গালিগালাজ করে পোষ্টদাতাদের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করছেন।

গ্রুপটিতে প্রবেশ করে সন্ধ্যা ৭টা ৩৪মিনিটে সর্বশেষ ষ্ট্যাটাসে দেখা গেছে ‘মেডিকেল প্রশ্ন’ কল ০১৫৫৪৪৪১৮২৬। বিদ্রোহি নামে একটি আইডি থেকে ব্রেকিং নিউজ শিরোনামে বলা হয়, সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেকেই ভালো আছো আবার অনেকেই মেডিকেলের পরীক্ষা নিয়ে ভয়ে আছো। আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যারা মেডিকেলে চান্স পেতে চাও। তোমাদের কারোও যদি ‪‎মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র লাগে‬ আমার সঙ্গে ইনবক্সে তাড়াতাড়ি যোগাযোগ করো।‪ মরা‬ মায়ের কসম ৯০% প্রশ্ন কমন পাবা। আমি ১০০% দিতে পারতাম কিন্তু দিবো না এই জন্য ১০০% দিলে অনেকেই ১০০% এই উত্তর দিয়ে আসে এতে তার ক্ষতি। প্লিজ ভাই ও বোনেরা কেউ বাজে কমেন্টস করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট। (শর্ত প্রযোজ্য)। আগে থেকে কোন টাকা নিবো না।

বিশ্ববিদ্যালয়ে আমরা নামরে আইডি থেকে লেখা হয় তৃতীয়বারের মতো আবারও মেডিকেল এর প্রশ্ন ফাঁস করেছে আমাদের গ্রুপ। আমাদের ফাঁস করা প্রশ্ন ৭৫% থেকে ৮৫% পর্যন্ত কমনের নিশ্চয়তা রয়েছে। পূর্বের বছর গুলোতে ৭৮% ও ৮৩% কমন পড়েছে। সময় ও সুযোগ সীমিত কারণ আমরা অল্প কিছু ষ্টুডেন্টকে দিব। টাকার বিনিময়ে প্রশ্ন দেয়া হবে। যদি কেউ নিতে চান তাহলে তাড়াতাড়ি অর্ডার করেন।

সাগর হাসান নামে একজন লিখেছেন যে প্রশ্নপত্রে পরীক্ষা হবে সেটা হাতে পেয়েছি। তোমাদের জন্য আট নম্বরের প্রশ্নপত্র ফ্রি, বাকিটুকু  পেতে ইনবক্সে  যোগাযোগ করো। নীচে তিনি সবুজ কালিতে হাতে লিখা কিছু প্রশ্ন দিয়েছেন। তবে অনেকেই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ষ্ট্যাটাস দিতে দেখা গেছে।

ঝাড়ো হাওয়া নিলয় নামে একজন লিখেছেন কাল সকালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। বিভিন্ন চক্র আজ এক রাতের ভেতরই হাতিয়ে নেবে কোটি কোটি টাকা। এসব চক্র প্রশ্নপত্র দেয়ার নাম করে সাধারণত দুই ধরণের ঘটনা ঘটায়।

তারা বলে, ‘আমরা আগে থেকে কোন প্রকার টাকা-পয়সা নেই না। পরীক্ষা শেষে সম্পূর্ণ লেনদেন করা হবে। কেবলমাত্র সিকিউরিটি হিসাবে এসএসসি বা এইচএসসির অমুক অমুক কাগজপত্র আমাদের কাছে জমা দিতে হবে। পরীক্ষার আগে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা দিতে হবে। পরীক্ষা শেষে বাকিটা লেনদেন করলেই হবে।’

প্রতারক চক্র থেকে নিজে দূরে থাকুন, বন্ধু-বান্ধব এমন চক্রের ফাঁদে পা দিচ্ছে বুঝতে পারলে তাদেরকেও সতর্ক করুন। এমন কোন চক্রের সন্ধান পেলে অবশ্যই পুলিশ বা র্যা বকে জানান বলে সর্তক করেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান বৃহস্পতিবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, সংঘবদ্ধ একটি চক্র প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায়। তবে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে আহবান জানান তিনি।

এমইউ/এএইচ/পিআর