১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল বিডিইউ
১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে আইওটি বিভাগের নয়জন এবং আইসিটি ইন এডুকেশন বিভাগের পাঁচ শিক্ষার্থী রয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, আইওটি বিভাগের প্রভাষক নূরজাহান নিপা, আইসিটি ইন এডুকেশন বিভাগের প্রভাষক মুনিরা আকতার লতা ও সাব্বির হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে দেয়া বক্তব্যে উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আর্থিক প্রয়োজনের ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হয়।
উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আমরা প্রথমবারের মতো ১৪ শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করেছি।
উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে যেকোনো ধরনের দ্রুত সহায়তার আশ্বাস প্রদান করেন।
এমএইচএম/এমএআর/পিআর