ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বিইউপিতে করপোরেট জগৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৯ আগস্ট ২০১৯

মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজয় অডিটোরিয়ামে 'জার্নি টু করপোরেট : ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব মার্কেটিং-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন গ্রেডিয়ার জেনারেল মুহাম্মাদ ওয়াসিম-উল-হকের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের পরিচালক সৈয়দ আলমগীর।

campus-1

সেমিনারে তাত্ত্বিক জ্ঞানের ওপর ভিত্তি করে ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করার কৌশলের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নতুন কর্মক্ষেত্রে প্রতিকূলতা মোকাবিলার উপায়, ফ্রেশারদের জন্য করপোরেট জগতের বিষয়ে দিক-নির্দেশনাসহ পরামর্শ এবং কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়।

এছাড়া অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএফ/জেআইএম

আরও পড়ুন