ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পাহাড়ে নীরব ‘গণহত্যা’ বন্ধের দাবিতে বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৭ আগস্ট ২০১৯

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড়ি সংখ্যালঘুদের নীরবে গণহত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ থেকে থেকে এমন অভিযোগ তোলা হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে তারা কয়েকটি দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পাহাড়ে গত কয়েকদিন ধরে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিচার, নীরব গণহত্যা বন্ধ, যারা পাহাড়িদের হত্যা করেছে তাদের বিচার করা।

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। এটা কোনো সামরিক সমস্যা নয়। বাংলাদেশ সরকার যদি খুন গুমের মাধ্যমে পাহাড়ের সমস্যার সমাধান করতে চায় তাহলে আমরা বলবো সরকার নিতান্তই ভুল করছে। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যাকে যারা পাশ কাটিয়ে বন্দুকযুদ্ধের নামে নিরীহ নিরপরাধ লোকদের খুন করছে সে জবাব তাদের একদিন দিতে হবে।

পাহাড়ি সংগঠন ‘হিল উইমেন ফেডারেশনের’ সভাপতি নীরুপা চাকমা বলেন, সেখানে (পাহাড়ে) যারা নিপীড়নের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের মুখ বন্ধ করার জন্য মারধর করে হত্যা করা হয়।

এনএফ/জেআইএম

আরও পড়ুন