ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি অফিসার সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০২:৪১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে তারা এ মানববন্ধন পালন করেন। এ সময় অফিসার সমিতির অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অফিসার সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, উপ-রেজিস্ট্রার বা সমমান পদ এবং সহকারি রেজিস্ট্রার বা সমমান পদের বেতন স্কেলের বৈষম্য দূর করা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠমো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিসারদের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, সিনেট, সিন্ডিকেটেসহ বিভিন্ন কমিটিতে অফিসারদের প্রতিনিধি রাখা, অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমান পদ সৃষ্টিসহ উক্ত পদে নিয়োগ বা পদোন্নাতির ব্যবস্থা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা।

মানববন্ধনে অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. আ. রহমান এর সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন, এ সময় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম হিসেবে তাদের এ সব দাবি মেনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে আহ্বান জানান।

মানবন্ধনে আরো বক্তব্য দেন, অফিসার সমিতির সভাপতি আবদুস সালাম মো শরিফ,  সহ-সভাপতি আজমল আমীন টুটুল, ডেপুটি কন্ট্রোলার মাসুদুর রহমান ও সরোয়ার হোসেন প্রমুখ।

হাফিজুর রহমান/এআরএস/আরআইপি