রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে নৃবিজ্ঞান বিভগের বেশ কয়েকজন শিক্ষার্থী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাতে টেলিভিশন দেখা নিয়ে প্রথমে দর্শন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজুর মধ্যে কথাকাটি হয়। সেখানে সাদ্দাম রাজুকে দুটি থাপ্পর দেয়। পরে এই ঘটনার জের ধরে রাজু সাদ্দামকে ফোন করে মমতাজউদ্দীন কলা ভবনের সামনে ডেকে এনে মারধর করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, নৃবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রাজু তার ১০/১৫ জন বন্ধু নিয়ে মমতাজউদ্দীন কলা ভবনের সামনে আসে। তারা ফোন করে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ্দামকে ডেকে আনে। সাদ্দাম নেমে আসলে এলোপাতাড়িভাবে তাকে মারতে শুরু করে।
এ সময় বিষয়টি সাদ্দামের বন্ধুরা দেখে তারা সাদ্দামকে বাঁচাতে মারামারিতে জড়িয়ে যান। এক পর্যায়ে রাজু ও তার বন্ধুরা চলে গেলে তাদের খুঁজতে দর্শন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নৃবিজ্ঞান বিভাগসহ ক্যাম্পাসে শোডাউন দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাদ্দাম বলেন, রাজু ও আমি একই মেসে থাকি। রোববার রাতে টেলিভিশন দেখা নিয়ে তার সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। এ সময় বড় ভাই হিসেবে তাকে আমি দুটি থাপ্পর দেই। এর জের ধরে রাজু ক্যাম্পাসে এসে এসএমএস করে আমাকে হুমকি দেয়। এক পর্যায়ে রাজু ক্ষমা চাওয়ার কথা বলে আমাকে বিভাগের সামনে আসতে বলে। পরে আমি ওখানে আসলে ওর বন্ধুরা মিলে আমাকে বিভাগের সামনে মারধর করে।
এ বিষয়ে রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন জাগো নিউজকে বলেন, ঘটনাটি দেখে আমিসহ কয়েকজন শিক্ষক তাড়াতাড়ি ছুটে আসি। পরে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করি। এখন বিষয়টি প্রক্টর দেখছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর মোহা. সোলাইমান চৌধুরী জাগো নিউজকে বলেন, দুই বিভাগকেই আমরা শান্ত করেছি। এখন রাজু ও সাদ্দামকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাশেদ রিন্টু/এসএস/পিআর