ফেনসিডিলসহ বেরোবি কর্মকর্তা গ্রেফতার
দুই বোতল ফেনসিডিলসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মোক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় বিরামপুরের কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে তাকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই বোতল ফেনসিডিলসহ মোক্তারুলকে গ্রেফতার করা হয়। পরের দিন রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান বলেন, আমরা বিষয়টি মৌখিকভাবে শুনেছি। অফিসিয়ালি জানলে অবশ্যই বিধি মোতাবেক তাকে শাস্তি দেয়া হবে।
সজীব হোসাইন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংস্কৃতিক আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ
- ২ লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস
- ৩ রোববার ঢাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
- ৫ পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের