ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন সময় হলে চুরির ঘটনায় ছাত্রলীগের কর্মীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক মাস ধরে বিভিন্ন হলে মোবাইল লেপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানো হয়। এতে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে প্রতিবাদ জানায়। পরে প্রক্টরের সহায়তায় পুলিশ তালা ভেঙে। এ সময় পাশে দোকানের জিনিসপত্র ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, কয়েক দিন আগে হল থেকে বেশ কিছু জিনিস চুরি হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিহিত করি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ ছাত্ররা প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরী বলেন, `বিভিন্ন সময়ে চুরির ঘটনায় হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষ হওয়ার আগে এভাবে প্রধান ফটকে তালা দেয়া অনাকাঙ্খিত।`

মিজানুর রহমান/এআরএ/আরআইপি