জাবি শিক্ষকদের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনর আহ্বানে ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পূর্ব -ঘোষিত পরীক্ষা এ কর্মসূচির বাইরে ছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মত পৃথিবীর কোনো দেশে শিক্ষকদের এত অবমূল্যায়ন করা হয় না। পার্শবর্তী দেশসমূহেও শিক্ষকদের সর্বোচ্চ কাঠামোতে বেতন দেয়া হয়। অথচ বাংলাদেশে আমরা ৫ম গ্রেডে অবস্থান করছি। আর এ জন্যই আমরা আন্দোলন করছি বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষকরা সব কিছু হারিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। সমস্ত শিক্ষক সমিতিকে রাস্তায় নেমে এসে শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে হবে অধিকার আদায়ে।
এছাড়াও কর্মসূচিতে বক্তারা বলেন, ‘শিক্ষকদের অবমূল্যায়ন করা হলে ভবিষ্যতে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারিয়ে ফেলবে’।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞান বিভাগ অনুষদের ডীন অধ্যাপক ড. মো আমির হোসেন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাজী শাহেদুর রশিদ, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ মামুন অর রশিদ প্রমুখ।
হাফিজুর রহমান/একে/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি