ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবি

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুক্র ও শনিবার রুয়েট ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় শাবির পাঁচটি দলসহ মোট ৮৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় SUST_DownToTheWire নামে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোট ১১টি সমস্যার ৬টি সমস্যার সমাধান করে এই দলটি। এই দলের সদস্যরা হলেন, শাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারুফ, সাকিবুল মওলা এবং ধনঞ্জয় বিশ্বাস।

প্রতিযোগিতায় রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল JU_O(n^3)। আর দ্বিতীয় রানার্স আপ হয় JU_Warriors।

চ্যাম্পিয়ন দলের সদস্য সাকিবুল মওলা বলেন, প্রোগ্রামিং চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আজ আমরা এ পর্যায়ে এসেছি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মো রফিকুল আলম বেগ। এছাড়া উপস্থতি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবদুল মান্নান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং) এনামুল কবীর। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন অধ্যাপক শহিদুজ্জামান।

এসএস/পিআর