দাবি মানা না হলে ক্লাস বর্জনের হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবি অবিলম্বে পূরণ করা হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে বলে ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার প্রথম বিজ্ঞান ভবনের সামনে তাদের দাবি আদায়ের বিক্ষোভ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবি নিয়ে শিক্ষকদের কাছে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। কিন্তু শিক্ষার্থীরা মনে করেন, এ দুটি বিভাগের পড়ালেখা একই রকম। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ দুটি বিষয় একসঙ্গে পড়ানো হয় না। যদি নতুন করে ‘ইইই’ বিভাগ খুলতেই হয় তাহলে, ‘এপিইই’ বিভাগকেই ইই্ই বিভাগে পরিবর্তন করার দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
তবে শিক্ষার্থীদের এ আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি ড. মো. মামুনুর রশীদ তালুকদার কথা বলতে রাজি হননি।
এমজেড/আরআইপি