ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি চলছে

প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদাহানির প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।
 
রোববার কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও দিনব্যাপি কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম এর সঞ্চালনায় সমাবেশে সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, গত ১৪ মে থেকে সংবাদ সম্মেলন, অবস্থান ধর্মঘট, আংশিক কর্মবিরতিসহ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালন করার পরও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি। এরই প্রতিবাদে আজ আমরা রাবি শিক্ষক সমিতি এ পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি।

এ সময় তিনি আরো বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন করছি। সরকার অতি দ্রুত আমাদের দাবি মেনে না নিলে আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো ।

ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এসএস/পিআর