ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নিজের গুলিতে ছাত্রলীগ নেতা আহতের ঘটনায় তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২১ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। রোববার হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন।

শনিবার (২০ জুলাই) রাতে হলটির অভ্যন্তরে নিজের পিস্তলের গুলিতে নিজেই বিদ্ধ হন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন।

আরও পড়ুন>> নিজের পিস্তলের গুলিতে নিজেই বিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

ঘটনার তদন্তে এই কমিটি গঠন করা হয়। হলের হাউজ টিউটর অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজীকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুজন সদস্য হলেন ড. মো. আমিনুল হক এবং সহিদ কাজী।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ কেউ নষ্ট করুক সেটা আমরা চাই না। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা আজ দুপুরে হলের শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং করেছি। মিটিংয়ের প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।

এমএইচ/এমএসএইচ

আরও পড়ুন