ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির ফলিত গণিত বিভাগের একযুগ পূর্তি

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

নানা আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফলিত গণিত বিভাগের একযুগ পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে ফলিত গণিত বিভাগ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

পরে এখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমান ও বিভাগের ইউজিসি প্রফেসর সুব্রত মজুমদার, প্রফেসর (অব.) মো. হামিদুল ইসলাম, প্রফেসর আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন একযুগ পূর্তি উৎসবের আহ্বায়ক প্রফেসর ড. এম. জিল্লুর রহমান।

রাশেদ রিন্টু/বিএ