প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির চার শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চারটি অনুষদের চার শিক্ষার্থী।
২০১৮ সালের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে এই চার শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের এগ্রিকালচার বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা।
আগামী ২৫ জুলাই নোবিপ্রবির এই চারজনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ শিক্ষার্থীকে এ পদক দেয়া হবে বলে জানা গেছে।
আব্দুর রহিম/জেডএ/জেআইএম