ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নতুন নেতৃত্বে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

ক্যাম্পাস প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ জুলাই ২০১৯

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের রাজধানী প্রতিবেদক বিল্লাল হোসেন সাগর নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা কলেজের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি একুশে টিভির রিপোর্টার তবিবুর রহমান।

Dhaka-Collage

বিজয়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আবদুর রহিম (দৈনিক আমার সংবাদ) যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এ জেড ভূঁইয়া আনাস (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব (প্রথম আলো) মনোনীত হয়েছেন। এছাড়া অফিস সম্পাদক সাদেকুর রহমান (শীর্ষ নিউজ), প্রচার সম্পাদক সাইদুর রহমান তানভীর (বিডি২৪ রিপোর্ট) অর্থ-সম্পাদক আবদুল হাকিমকে (দৈনিক আমাদের নতুন সময়) মনোনিত করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

নির্বাচনে জয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য জয়ী সভাপতি মাহামুদুল হাসান বলেন, প্রাণের সংগঠন ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা দূঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনকে আরও এগিয়ে নিতে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় পরাজয় ভুলে সংগঠনকে এগিয়ে নিতে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন৷

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, সাংবাদিক সমিতি পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের মান উজ্জ্বল করবে বলে বিশ্বাস করি।

নাহিদ হাসান/এএইচ/পিআর

আরও পড়ুন