ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ জুলাই ২০১৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) দিবস আগামী ১৫ জুলাই উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ওইদিন সকাল ১০টায় একাডেমিক ভবন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ১০টায় উপাচার্য পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করবেন। শেষে আনন্দ র‌্যালি এবং কেক কাটা হবে।

বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে ১৯তম বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ছাত্রদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন