ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে সংগঠনের সভাপতি ফাহাদ বলেন, ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গড়ে তুলতে হবে। ধর্ষণের সর্ব্বোচ্চ সাজা প্রকাশ্যে কার্যকর করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
সংগঠনের সাধারণ সম্পাদক তুষার বলেন, ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা বাদ যাচ্ছে না কেউ। এ দেশে কোনো ধর্ষকের জায়গা হবে না। দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে।
এমএইচ/এমআরএম/এমকেএইচ