ফি কমলো বিজয় একাত্তর হলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বাৎসরিক আবাসিক অনাবাসিক ফি কমানো হয়েছে। চলতি মাস থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের অনুমোদনক্রমে হল প্রশাসন হল সংসদ নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের বাৎসরিক ফি পুনঃনির্ধারণ করা হলো।
অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম বছর ফি সর্বসাকুল্যে ২১০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং পরবর্তী বছরগুলোতে ২১০০ টাকা থেকে ১০০০ টাকা নির্ধারণ করা হলো।
আর আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম বছর ফি সর্বসাকুল্যে ৩৬০০ টাকা থেকে ৩০০০ টাকা এবং পরবর্তী বছরগুলোতে ৩৩০০ টাকা থেকে ১৭০০ টাকা নির্ধারণ করা হলো। পুনঃনির্ধারিত বাৎসরিক ফি জুলাই ২০১৯ থেকে কার্যকর হবে।
আরও বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হলে কিছু জনবল সরবরাহ করায় জনবল খাতে হল ব্যয় কমাতে সক্ষম হওয়ায় বাৎসরিক ফি পুনঃনির্ধারন সম্ভব হয়েছে। এক্ষেত্রে হল প্রশাসন ও হল সংসদ নেতাদের আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এমএইচ/এমআরএম