ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির গ্রন্থাগারে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩২ এএম, ০৭ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

du

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রাপাত। গ্রন্থাগারে বই-খাতা থাকায় আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।’

আগুনে গ্রন্থাগারের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এআর/এসআর/জেআইএম

আরও পড়ুন