ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বস্তুবাদী সভ্যতা আমাদের গ্রাস করছে : অধ্যাপক সিরাজুল ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সারা পৃথিবীর মানুষ একটি ক্রান্তিকালে আছে, বস্তুবাদী সভ্যতা আমাদের গ্রাস করে নিচ্ছে। দর্শনের মৌলিক শিক্ষা এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে। তিনি আরও বলেন, দর্শন ছাড়া সাহিত্য বোঝা সম্ভব নয়। বিজ্ঞানেও আছে দর্শনের অবদান।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির (বিপিএস) প্রথম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএসের সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও বিপিএসের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, ‘কোনো বিষয়কে গভীরভাগে দেখা ও উপলব্ধি করার জন্য যে জ্ঞান দরকার দর্শন সেই শিক্ষা দেয়। যারা দর্শন অধ্যয়ন করেন তারা দর্শনের সামগ্রিকতা ও সার্বজনীনতা দেশ, সমাজ ও জাতিসত্তায় প্রতিফলন করে থাকেন।’

দিনব্যাপী উপস্থাপিত প্রবন্ধগুলোর বিষয়বস্তু সকলের জীবন ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উদার, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ও মানুষ গঠনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনটি অধিবেশনে বাংলাদেশ দর্শন, প্রায়োগিক দর্শন ও দর্শনের অন্যান্য শাখায় দেশের প্রথিতযশা পণ্ডিতরা প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এমএইচ/এসআর/পিআর

আরও পড়ুন