ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাতীয় পর্যায়ে সেরা ঢাকা কলেজ রোভার স্কাউট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা কলেজ | প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৭ জুন ২০১৯

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে বিজয়ী হয়েছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ গ্রুপের এই স্বীকৃতি প্রদান করা হয়। ২০১৮ সালেও সারা বাংলাদেশে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ বিজয়ী হয়েছিল। এ নিয়ে পরপর টানা দুইবার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ।

আগের ন্যায় এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ তিনটি ধাপে মূল্যায়ন করা হয়েছে – প্রথমে থানা পর্যায়ে, থানা থেকে উত্তীর্ণ হলে বিভাগ/মহানগর পর্যায়ে এবং মহানগর/বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হলে জাতীয় পর্যায়ে।

এই ধারাবাহিকতায় ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ প্রথমে ধানমন্ডি থানা পর্যায়ে শ্রেষ্ঠ গ্রুপ, পরবর্তীতে ঢাকা মহানগর পর্যায়ের শ্রেষ্ঠ গ্রুপ এবং চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রুপ হিসেবে নির্বাচিত হয়।

dhaka-college

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর শামীম আরা বেগম বলেন, টানা দুই বার শ্রেষ্ঠত্বের গৌরবে অধিষ্ঠিত হতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা চাই আমাদের এ অর্জনকে সামনের দিনগুলোতেও ধরে রাখতে। সেই সঙ্গে আমাদের কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাব।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমকে উৎসাহ প্রদান করা ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক।

সেই সঙ্গে সহ-শিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি প্লাটুন, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ গার্ল গাইডসহ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।

নাহিদ হাসান/জেডএ/পিআর

আরও পড়ুন