ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভিসি প্যানেল গঠনের দাবি, ২৬ বছর পর ঢাবি সিনেটে ছাত্র প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:২৬ পিএম, ২৬ জুন ২০১৯

দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনের তাগিদ দিয়েছেন সিনেটের শিক্ষক প্রতিনিধি ও কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান।

বুধবার নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে তিনি এ তাগিদ দেন। এতে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আদর্শকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আদেশকে সমুন্নত রাখার উদ্দেশে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ভিসি যেভাবে একটি পূর্ণাঙ্গ সিনেট গঠন করতে সক্ষম হয়েছেন তেমনিভাবে দ্রুত ভিসি প্যানেল নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করবেন।

এদিকে ডাকসু নির্বাচন হওয়ায় দীর্ঘ ২৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি-দাওয়া তুলে ধরতে পাঁচজন ছাত্র প্রতিনিধি সিনেটে উপস্থিত ছিলেন। পাঁচ ছাত্র প্রতিনিধি হলেন- ডাকসুর ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে সিনেটে ছাত্র প্রতিনিধি ছিলেন। পাঁচ ছাত্র প্রতিনিধি সিনেটে উপস্থিত থাকলেও প্রথম দিনে ডাকসুর জিএস ও ছাত্রলীগের সভাপতি শোভন বক্তব্য রাখেন।

গোলাম রাব্বানী বলেন, দীর্ঘদিন পর হলেও সিনেটে ছাত্রপ্রতিনিধি নির্বাচন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের সকল কাজ অটোমেশনের আওতায় আনা, সাত কলেজ সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের হয়রানি কমানো, কর্মচারীদের কাজের পরিধি নির্ধারণ, চারটি হলের কেয়ারটেকার নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি।

এমএইচ/বিএ

আরও পড়ুন