জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর সবুজ সোনার বাংলা গড়তে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আকতার হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ক্যাম্পাসে নানা রকম ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সোমবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাবেক প্রক্টর নুর মোহাম্মদ।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আক্তার হোসেন বলেন, দেশরত্ন শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার গোলাম রাব্বানী ভাইয়ের অনুপ্রেরণায় বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার সামান্য প্রচেষ্টা করেছি। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও পালন করব যাতে মানুষ বেশি বেশি বৃক্ষরোপণে আগ্রহী হয় এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।
ইমরান খান/বিএ/এমএস