ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির জগন্নাথ হলে কম্পিউটার ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অর্থায়নে ‘জগন্নাথ হল কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে হল মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বিনিয়োগ হলে তার সুফল প্রজন্মের পর প্রজন্ম ভোগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন ব্যাংক বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক সাহায্য-সহযোগিতা করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কাজ শহর থেকে গ্রাম পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে। আজ প্রাথমিক স্তরের ক্ষুদে শিক্ষার্থীরাও কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে খুবই পারদর্শী হয়ে উঠছে। এই তথ্যপ্রযুক্তির যেন কোন অপব্যবহার না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীসহ সমাজের সকলকে নৈতিক দিকটির দিকে সর্বদা সজাগ থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, মানুষ যখন অমানুষ হয়, তখন তারা হত্যাকাণ্ড, সহিংসতা, সন্ত্রাসসহ নানা বর্বরতা চালায়। এইসব অমানুষেরা তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মানুষ হত্যা বিশেষ করে ব্লগার হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করছে। এদেরকে প্রতিহত করতে হবে এবং এদের বিরুদ্ধে সমাজের সবাইকে সোচ্চার থাকতে হবে।

এমএইচ/এআরএস/এমএস