ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

অষ্টম বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে অনুমোদিত বেতন কাঠামোয় শিক্ষকদের অবস্থান ‘অস্পষ্ট’ মন্তব্য করে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদী র‌্যালি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
র‌্যালি শেষে, এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, শিক্ষকদের দাবির কোনো তোয়াক্কা না করে অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয়া হয়েছে। আমরা আগের যে অন্ধকারে ছিলাম এখনো সে অন্ধকারে আছি। দাবি আদায়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
 
সমাবেশে শিক্ষকরা বলেন, শিক্ষকদের দাবিসমূহ ও অবমাননার বিষয়টি চিন্তা না করেই বর্তমান বেতন কাঠামো নির্ধারিত হয়েছে এবং সিলেকশান গ্রেডও বাতিল করা হয়েছে। এক্ষেত্রে ঘোষিত বেতন কাঠামো অনেকটা অস্পষ্ট। এবং বর্তমান কাঠামোতে শিক্ষকদের ন্যায্য আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।
 
এসময় শিক্ষক নেতারা আরো বলেন, মন্ত্রীপরিষদ শিক্ষকদের দাবি-দাওয়া ও মর্যাদার বিষয় বিবেচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।  এক্ষেত্রে সিনিয়র মন্ত্রীদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী কমিটি গঠনের দাবি জানান তারা।
 
র‌্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি ফেডারেশনের সধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক নেতা অধ্যাপক এ জেড এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক জিয়া রহমান, গোলাম রব্বানী প্রমূখ।

এমএইচ/এসকেডি/পিআর