ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জায়নামাজ নিয়ে মন্তব্য করে চবি কর্মচারী বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১২ জুন ২০১৯

জায়নামাজ নিয়ে ফেসবুকে পোস্ট করে আইসিটি মামলায় আটকের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে সাময়িক বরখাস্ত হলেন তৃতীয় শ্রেণির কর্মচারী নিবারণ বড়ুয়া।

বুধবার তাকে সাময়িক বরখাস্তের লিখিত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ জাগো নিউজকে বলেন, চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫(এ) ধারানুসারে নিবারণ বড়ুয়াকে ১১ জুন থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে তিনি বরখাস্ত থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।

আগের সংবাদটি পড়ুন : জায়নামাজ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, চবি কর্মচারী আটক

উল্লেখ্য, এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান হাটহাজারী থানায় ডিজিটাল তথ্যপ্রযুক্তি আইনে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ১০ জুন দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ তাকে আটক করে।

আবদুল্লাহ রাকীব/এমএএস/পিআর

আরও পড়ুন