কাঁদলেন জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী এবং সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী মুহাম্মদ শাহরিয়ার মজুমদারের শোকসভায় অঝোরে কাঁদলেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক শোকর্যালি পরবর্তী সভায় শাহরিয়ার মজুমদারের স্মৃতিচারণ করার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
`মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী` ব্যানারে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এ শোক র্যালি ও শোকসভার আয়োজন করে।
শোকসভায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, `বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা গিয়েছি শিক্ষার্থীদের কোলে করে নামিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেহেতু আত্মহত্যায় কাউন্সেলিং অথবা এই ধরনের সংগঠনের সঙ্গে প্রফেসর ইয়াসমীন এবং আমি নিজেও জড়িত, মানুষ আত্মহত্যা করার আগে কি করে কিংবা মানসিক অবস্থা কি হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। কোনোভাবেই আমি এটাকে আত্মহত্যার সঙ্গে মিলাতে পারিনা।
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের তো কমন সেন্স আছে, যে মানুষ আত্মহত্যা করবে সে কি তার মোবাইল চার্জে রেখে যাবে, তার ল্যাপটপ কি চালু থাকবে। এটা যদি সত্যি আত্মহত্যা হয় আমরা মেনে নেব, কিন্তু সে তো আত্মহত্যা করার মতো ছেলে নয়। কেনো আত্মহত্যা করবে সেটা আমাদের জানার অধিকার আছে।`
অধ্যাপক ফারুক উদ্দিনের সঞ্চালনায় শোকসভাতে অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন অধ্যাপক ইউনুছ, অধ্যাপক মস্তাবুর রহমান, মোস্তফা কামাল মাসুদ, সাবেক শিক্ষার্থী শমসের রাসেল ও শাহরিয়ারের সহপাঠী রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সিলেটের একটি বাসা থেকে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বললেও তা মানতে নারাজ শাহরিয়ারের বন্ধু-বান্ধব ও স্বজনরা। শাহরিয়ারের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এআরএ/পিআর