ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চালকের অন্যমনস্কতা, রক্ষা পেলেন নোবিপ্রবির শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ মে ২০১৯

গাড়িচালকের অন্যমনস্কতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। নোবিপ্রবির শিক্ষার্থীভর্তি গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের ঝোপজঙ্গলে। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

রোববার বিকাল ৪টায় নোয়াখালী জেলা পরিষদের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত নোবিপ্রবির খাদ্যপ্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমামুল হক বলেন, গাড়িচালকের অন্যমনস্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে। আল্লাহর অশেষ রহমতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- খাদ্যপ্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী নুরুল আজিম ও ব্যবসায় প্রশাসনের ১২তম ব্যাচের শিক্ষার্থী বিদিশা ত্রিপুরা মিমি। অন্যদের নাম, বিভাগ ও ব্যাচ জানা যায়নি।

আব্দুর রহিম/এমএআর/জেআইএম

আরও পড়ুন