জাবিতে চিরকুট সাহিত্য সম্মেলন শুরু
‘শুদ্ধ মন গড়ি, পরিশীলিত সাহিত্য চর্চায়’ -এ উপপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চিরকুট সাহিত্য সম্মেলন-২০১৫’। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কথা সাহিত্যিক রায়হান রাইন এ সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন।
উদ্ধোধন ঘোষণা করে কথা সাহিত্যিক রাইহান রাইন রাষ্ট্র ও সাহিত্যের সম্পর্কে বিষয়ে বিভিন্ন সাহিত্যিকদের অভিমত তুলে ধরে বলেন, সাহিত্যিকের কাজ হল রাষ্ট্রের মধ্যকার অপ্রকৃত, পরাজিত বা ছায়া মানুষের পরিস্থিতি তুলে ধরা। আর রাজনৈতিক কর্মীদের কাজ হলো এদের মুক্তি দেয়া।
সাহিত্য সম্মেলনের আহ্বায়ক সুদীপ্ত শাহাদাত এর স্বাগত বক্তব্যে বলেন, পাঠক ও লেখকের মধ্যে সেতুবন্ধন এবং অসাম্প্রদায়িক মানব পৃথিবী বিনির্মাণের উদ্দেশ্যে এই সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়েছে।
‘রাষ্ট্র ও সাহিত্যের সম্পর্ক’ শীর্ষক আলোচনায় অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোনো দল থাকা উচিৎ নয়। এরা সকল দল ও মতের ঊর্ধ্বে। দেশের সাহিত্যিক ও শিক্ষকদের রাজনৈতিক পরিচয় থেকে বেরিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ভুমিকা পালন করা উচিত।
তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আলোচনা সভা, গুণীজন সম্মাননা, কবিতা পাঠ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। চিরকুট সাহিত্য সম্মেলনে দেশের প্রথিতযশা ও দেশবরেণ্য অর্ধশতাধিক কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, সমালোচক উপস্থিত থাকবেন।
হাফিজুর রহমান/আরএস